December 5, 2024, 10:39 am
শিরোনামঃ
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে মোহাম্মদপুরে বিক্ষোভ সবার জন্য উন্মুক্ত হলো ক্যাশ সার্ভার! বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব ভারতকে একচুলও ছাড় নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারঃ শেখ মো. সাজ্জাত আলী বাংলাদেশে চিরতরে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য প্রত্যাহারের আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর, ভারতের দুঃখ প্রকাশ বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে নেতাকর্মীদের ওপরঃ তারেক রহমান 

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Tuesday, November 12, 2024
  • 33 Time View

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এলাকাবাসী। সূত্র জানায়, ২০২৩-২০২৪ ইং অর্থ বছরে বৃহত্তর বরিশাল বিভাগের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সড়ক প্রশস্ত করণ প্রকল্পের আওতায় বাউফলের বগা থেকে বাহেরচর পর্যন্ত ২টি প্যাকেজে সড়ক প্রশস্তকরনের উদ্যোগ নেয় এলজিইডি। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে কাজটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ ইউনুচ অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামের একটি নির্মাতা প্রতিষ্ঠানকে। সরেজমিন পরিদর্শনকালে জানা যায়, বগা হোগলা ব্রিজ থেকে দরিয়াবাদ পর্যন্ত সড়কের দুই পাশে ৮ ফুট প্রশস্তকরণের কাজ চলছে। সড়কের বর্ধিতাংশে সাববেজ নির্মাণের ক্ষেত্রে নিম্মমানের ইট ব্যবহার করা হচ্ছে। কনকদিয়া ব্রিজবাজার এলাকার আবু মিয়া নামের এক ব্যক্তি বলেন, ভাটার পরিত্যক্ত ইট দিয়েই সাববেজ নির্মাণ করা হচ্ছে। এছাড়া সিডিউল অনুযায়ী অধিকাংশ স্থানে ৮ ফুট প্রশস্ত করা হচ্ছে না। আগে এই সড়ক ১০ ফুট প্রশস্ত ছিল সড়কটিতে দুরপাল্লার বাস যাতায়াত করায় এখন দুই পাশে ৮ ফুট বাড়িয়ে মোট ১৮ ফুট করা হচ্ছে। কিন্তু প্রশস্তকরনের ক্ষেত্রে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সড়কটি পরিদর্শনকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। তবে তদারকির দায়িত্বে থাকা এলজিইডির উপসহকারি প্রকৌশলী আলী ইবনে আব্বাস অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, সিডিউল মেনেই কাজ করা হচ্ছে। এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, প্রকল্পটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ###

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102