মোঃ ইব্রাহিম হোসেনঃ বাঙালির মনের রানীর আসনে শেখ হাসিনার অবস্থান করে নেওয়ার সমতুল্য খুজে পাবেন না। এই অবস্থান তার কর্মময় জীবনের অর্জন বলতে পারেন। এখন আর উন্নয়নের, মানবতার, রাজনৈতিক সভ্যতার তালিকা দেওয়া সম্বব নয়, অনুভব করতে হবে।
বাংলাদেশের একমাত্র ব্যার্থতা খুঁজলে ফুটবলকে খুজে পাবেন। অনেক বিতর্কের নায়ক কাজী সালাউদ্দিন আর একবার ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন ১৩৫ থেকে ৯৪ ভোট পেয়ে। নিশ্চয়ই তারা জনপ্রিয়তা ও যোগ্যতার বলেই। যারা ভোট দিয়েছেন, তাদের স্বার্থ রহ্মার জন্যই হয়তো আর একবার সুযোগ করে দিয়েছেন ফুটবল উন্নয়নে।
এ সুযোগ কাজে লাগাতে না পারলে, ফুটবলকে ফুটবলের মত উড়িয়ে মারতে হবে। মানুষের কর্মকে জীবনের সফলতা, দেশের সফলতার মাঝে আবিস্কার করতে না পারলে, ব্যার্থতার দায়তো নিতেই হবে। একটি গোলের জন্য ৯০ মিনিট যুদ্ধে অংশগ্রহণ করে দলে বিজয়ী করেছেন সালাউদ্দিন।১২ বছরে দেশকে কিছুই দিতে পারলেন না। ভুলে যাবেন না, দেশ আপনাকে আর একবার সুযোগ করে দিলো, ফুটবলের জন্য।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত একজন ক্রীড়া প্রেমিক মানুষকে কাজে লাগিয়ে ফুটবলকে কিছু দিতে পারবেন না, তাকি হয়। আপনার নতুন যাত্রার শুভকামনা করি। আশা করি ফুটবল আবার জনপ্রিয় হয়ে উঠবে।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।