আজ বঙ্গবন্ধুকন্যা মানবতার মা হয়ে খুঁজে বেড়ান বাংলার মানুষের মন,
বাংলাদেশে শেখ হাসিনার উন্নয়নের নেতৃত্ব আজও দেশের প্রয়োজন।।
আজকের জননেত্রী শেখহাসিনা উন্নয়নের ইতিহাস আছে বিশ্ববাসীর জানা,
বঙ্গবন্ধু কন্যা তার বাবার আদর্শকে সন্মান দিয়ে আসল লোকদের চেনা।।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু মন্ত্র বললেই উঠে যায় আজ লক্ষ জনতার হাত,
জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের কাজকর্মে তিনি জেগে কাটান বহুরাত।।
তাই অসাধারণ বঙ্গবন্ধু কন্যা যিনি নিজের ছেলের নাম রেখেছিলেন জয়,
আজকের দিনে উন্নয়নে নেত্রী আলোচনায় বাহবা দিচ্ছে সারা বিশ্বময়।।
আজকের বিদেশি প্রভুরাই ষড়যন্ত্রের জাল বিছিয়ে থেকে ছিলো চুপ,
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নে পাল্টে দিলো রূপ।।
বিদেশি প্রভুরাই রটিয়ে দিলো আলোচনায় শেখ হাসিনা উন্নয়নে সারাবিশ্বে,
জননেত্রী শেখহাসিনা অনেক পরিশ্রমকরে দেশটি আজ উন্নয়নের শীর্ষে।।
অসাধারণ দেশটিতে আজ শেখ হাসিনার উন্নয়নে চলছে নবজাগরণ,
তাইতো আজ সারাবিশ্ব বাহবা দিচ্ছে দেখে বাংলার অসাধারণ উন্নয়ন।।