ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধিঃ বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনি কর্মচারী পরিষদের রাজবাড়ী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই ) সকাল ১১টায় জেলার শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে পদবী পরিবর্তন, বেতন গ্রেড পরিবর্তন যোগ্যতা অনুযায়ী প্রমোশনসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রায় অর্ধ শতাধিক কর্মচারীদের সাথে জেলা কমিটির নেতৃবৃন্দ মত বিনিময় করেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনি কর্মচারী পরিষদের রাজবাড়ী জেলা কমিটির সভাপতি মোঃ শাজাহান আলী।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কায়সার আহমেদ রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলজার হোসেন প্রমুখ।