মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ কৃষক লীগের স্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
আজ ২৯ জুলাই ২০২১ রোজ বৃহস্পতিবার সকালে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের পঞ্চম তলায় এ কার্যালয় উদ্বোধন করা হয়।
বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন কৃষক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিতীয় সহযোগী সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজস্ব ভবনের পঞ্চম তলায় কৃষক লীগের কার্যালয় বরাদ্দ করায় আমরা প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ২৩, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের নিজস্ব ভবনের পঞ্চম তলায় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যালয় স্থানান্তরিত হওয়ায় আমাদের মর্যাদা ও অনুপ্রেরণা আরো বৃদ্ধি পাবে ও নেতাকর্মীরা আরো অনুপ্রাণিত হবেন। বাংলাদেশ কৃষক লীগের সর্বস্তরের নেতা-কর্মীগণ প্রাপ্ত মর্যাদা রক্ষায় শৃঙ্খলার সাথে অফিস কক্ষ ভবনে প্রবেশ পথ, করিডোর ব্যবহার করার পরামর্শ দেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, আজ আমাদের দীর্ঘদিনের আশা পূর্ণ হলো। বাংলাদেশ কৃষক লীগকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস বরাদ্দ ও ব্যবহারের অনুমতি দেয়ার জন্য। আমরা কৃষক লীগের সাংগঠনিক নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপিকে কৃতজ্ঞতা জনাই। আজ আমরা সকল ইউনিটের নেতাকর্মীদের নিয়ে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করতে পেরে আনন্দিত।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হোসনে আরা এমপি, কৃষিবিদ ড. নজরুল ইসলাম, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, নূরে আলম সিদ্দিকী হক, অধ্যাপক নাজমুল ইসলাম পানু, হিজবুল বাহার রানা, সম্পাদক মণ্ডলির সদস্য আলহাজ্ব নাজির মিয়া, রেজাউল করিম রেজা, কৃষিবিদ তারিফ আনাম, শামীমা সুলতানা, সৈয়দ শওকত হোসেন সানু, নুরুল ইসলাম বাদশা, সামিউল বাসির সামি, রাশিদা চৌধুরী, নিউ নিউ খেইন, কেন্দ্রীয় সদস্য তাহমিনা আক্তার মুমু, মো. সিরাজুল ইসলাম, মো. শাহজাহান আলী, জাতীয় কমিটির সদস্য মো. ওমর ফারুক, নকীব খান, দিলীপ কুমার অধিকারী, কৃষিবিদ মিলটন কুমার বসাক ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আব্দুস সালাম বাবু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. হালিম খান, ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব আহসান হাবিব ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান।