ক’দিন আগে দেখলাম
মলিন যার মুখ
এখন দেখি সুন্দরী সে
চিতিয়ে চলেন বুক।
এখন নাকি রাজনীতিতে
তাহার কদর বেশি
এমন ভাবেই রাজনীতিটা
চলছে বাংলাদেশী।
অক্ষরজ্ঞান হীনরাও
আইন সভাতে যায়
এসব দেখে জ্ঞানী -গুণী
ভীষণ লজ্জা পায়।
বাংলাদেশের রাজনীতিটা
ভীষণ এলোমেলো
সত্যিকারের রাজনীতি কি
সত্যি হারিয়ে গেলো?
লেখকঃ নুরুন নবী ভোলা, সাবেক কেন্দ্রীয় কৃষক লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ।