মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মহানগর-উত্তর মোহাম্মদপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেব লীগের সভাপতি রাজপথের লড়াকু সৈনিক লায়ন এম এ লতিফ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধীদের বাংলার মাটিতে স্থান নেই। তাদের শিগগিরই এদেশ থেকে বিতাড়িত করবে জনগণ।
২৯ নভেম্বর ২০২০ রোজ রোববার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনে মোহাম্মাদপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেব লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সৌদি আরব, ইরানসহ বিশ্বের সব মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাংলার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বঙ্গবন্ধুর অবমাননা এবং ভাস্কর্য বিরোধীদের বাংলার মাটিতে স্থান হবে না।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীরা কখনই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এহেন বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবিধান লঙ্ঘন করে জাতির পিতাকে অবমাননা করা হয়েছে। এদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
গত ১৩ নভেম্বর করোনাকালীন যাবতীয় বিধিনিষেধ লঙ্ঘন করে তারা যেভাবে গেণ্ডারিয়ার ধূপখোলার মাঠে সমাবেশ করেছে এবং যে ভাষায় মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিষোদগার করেছে, তা রাষ্ট্রদ্রোহতুল্য অপরাধ হলেও এখন পর্যন্ত এর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেয় নি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে। জাতির পিতার অবমাননাকারী ধর্ম ব্যবসায়ী মামুনুল হক , ফয়জুল করীমসহ হেফাজত নেতাদের দ্রুত গ্রেফতার করতে হবে।