শনাক্তের দিক থেকে ধীরে ধীরে হাজারের ঘরের দিকে এগুচ্ছে ফেনির করোনা পজিটিভ। আজ শনিবার (৪জুলাই) ল্যাব রিপোর্টে আসা নতুন করে ১৬জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এপর্যন্ত ফেনীতে ৮৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ি নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে শনিবার ১৫৫ জনের প্রতিবেদন আসে। সেখানে ১৬ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ৫জন, দাগনভূঞায় ৩জন, সোনাগাজীতে ২জন, ছাগলনাইয়ায় ৩জন ও ফুলগাজীতে ৩জন।
ফেনি জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শুক্রবার পর্যন্ত পাঁচ হাজার ১৪৪ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে পাঁচ হাজার দুইজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।
এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৮৯২ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ৩৫১ জন, সোনাগাজীতে ১৫০ জন, দাগনভূঞায় ১৮৬ জন, ছাগলনাইয়ায় ১১২ জন, ফুলগাজীতে ৪৪ জন ও পরশুরামে ৩৬ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৩ জন। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৬৩ জন।