মোঃ ইব্রাহিম হোসেনঃ নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ভালোবাসা, অভিনন্দন আর ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন নব গঠিত বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব এ কে এম আজম খান।
১৯ অক্টোবর ২০২০ রোজ সোমবার রাজধানী শেরেবাংলা নগর থানা কৃষক লীগের সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক মোহাম্মদ কামাল পাশা এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম জয় এর নেতৃত্বে শেরেবাংলা নগর থানা, ওয়ার্ড ও ইউনিট কৃষক লীগের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
১৯ অক্টোবর ২০২০ রোজ সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত পত্রে ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কৃষক লীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা
দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থরক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল “কৃষক বাঁচাও ,দেশ বাঁচাও” শ্লোগানে বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। আবদুর রব সেরনিয়াবাদ ছিলেন সংগঠনটির প্রথম সভাপতি।