মোঃ ইব্রাহিম হোসেনঃ ফরিদপুর জেলা কৃষক লীগ বিশেষ প্রতিনিধি সভায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার সময় শহরের কবি জসীমউদ্দিন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষক লীগের নেতারা অংশ নেয়।
সভার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শামসুল হক ভোলা। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক আ্যাড. শেখ জামাল হোসেন মুন্না, আসন্ন ফরিদপুর পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী অমিতাভ বোস, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক অ্যাড. প্রদীপ কুমার দাস লক্ষণ, প্রফেসর আবুল কাশেম প্রমুখ।
সভায় দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।