মোঃ তারেকঃ ফটিকছড়ির নাজিরহাটস্থ ইমামনগর ছাদেকের বাড়ির অলিয়ে কামেল শাহ্ ছুফী হযরত এনতেশাহ্ আলী কেবলা (র:) এর ৭৪তম পবিত্র বার্ষিক ওরশ মোবারক ০৫ মার্চ শুক্রবার দিনব্যাপী নানান কর্মসূচি পালনের মধ্য দিয়ে ইমামনগর গ্রীন হাউস শাহ্ রফিকীয়া দরবার শরীফ প্রাঙ্গনে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। হুজুরের নাতি মোহাম্মদ রফিকুল আলমের আয়োজন ও ব্যবস্থাপনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, মাজার গোসল, মাজার সাজানো, খতমে গাউছিয়া,ছে’মা মাহফিল ও আগত মেহমান ও আশেকবৃন্দের মাঝে তবরুক বিতরন।
ওরশ শরীফে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী, নাজিরহাট পৌরসভার মেয়র মোহাম্মদ সিরাজউদ্দৌলা, ফটিকছড়ি কৃষকলীগের সভাপতি মোহাম্মদ নূর হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর কবির,কৃষক লীগ নেতা মোঃ ফরিদ, উপ প্রচার সম্পাদক মোহাম্মদ তারেক উদ্দিন,পৌর কৃষকলীগের সভাপতি মোহাম্মদ হারেছ, সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান, সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম,শাহ্ এমদাদীয়া নাজিরহাট শাখার দারুতত্বালীম সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম সওদাগর, মোহাম্মদ গিয়াস উদ্দিন,মোহাম্মদ করিম,মোহাম্মদ মন্নান সওদাগর, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ মঈনুদ্দীন,মোহাম্মদ ইমন প্রমুখ।