ফজরের নামাজ কাযা না হলে সারাদিন মনটা উৎফুল্ল থাকেঃ কাজী ওয়াজেদ আলী
রিপোর্টারের নাম:
আপডেট টাইম
বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
১৭৬
দেখা হয়েছে
মোঃ ইব্রাহিম হোসেনঃ ফজরের নামাজের সবচেয়ে বড় ফজিলত হলো, ফজরের নামাজ কাযা না হলে সারাদিন মনটা উৎফুল্ল থাকে। কোনো মানসিক অশান্তি অথবা মন খারাপের সময় বারবারই মনে হয়, আমিতো আজ ফজরের নামাজ যথাসময়েই আদায় করেছি। তখন শত বিপদের মধ্যেও একধরনের প্রশান্তি লাভ করা যায়।
আর কোনো কারনে সময়মত ফজরের নামাজ আদায় না হলে মনটা খারাপ এবং ছোট হয়ে থাকে। মনের মধ্যে সারাক্ষণ একটা খুঁতখুঁতে ভাব কাজ করে। সারাদিন কোনো কাজে খুব বেশি শান্তি পাওয়া যায় না। অনেক সুখের সংবাদের মধ্যেও ফজরের নামাজ কাযা হওয়ার কথা মনে হলে মুহুর্তেই মনটা দূর্বল হয়ে পড়ে।
আল্লাহপাক সকল মুসলিম ভাইদের সময়মত ফজরের নামাজ আদায় করার তৌফিক দিন।
(ফেসবুক থেকে সংগৃহীত) লেখক : ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পল্লবী থানা, মিরপুর।