প্রিয়সী, মহীয়সী, সু-ভাষনী নারী আমাদের সবার প্রিয় ভাবী ফেরদৌসী সাদেক খানের জন্মদিনের শুভেচ্ছা, শুভকামনা জীবনের এক একটা দাপ পেরিয়ে, সমাজ সংসার নিয়ে সুদীর্ঘকাল রায়ের বাজার এলাকাকে বুকে ধারন করে নিয়েছেন। ৫,১৬,৪৭,৩৪ নং ওয়ার্ডে উন্নয়নে তার সহযোগী ও এক কাপ চা ছাড়া শুরু হয় নাই।
নিরহংকার এই মানুষটা পর্দার আড়ালে থেকেই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। একটু রাগ, একটু ঘোষা, একটু খানি অভিমান আপনি তার কাছে করতে পারবেন। সারাহ্মন মুখের হাসি, ভালোবাসার অনুভুতি মানুষের জন্য।
প্রিয় নেতা আলহাজ্ব মোঃ সাদেক খান এমপির সঠিক নির্দেশদাতা, রাজনৈতিক সফলতার পেছনে ভাবীর অবদানকে আমরা অস্বীকার করতে পারবোনা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুকে স্থান করে নিয়েছেন ভাবী। কতটা ভদ্র, মার্জিদ, রুচিশীল, শিহ্মিত ও সাংগঠনিক দহ্মতা থাকলে শেখ হাসিনার বুকে স্থান পাওয়া যায়, পাঠক কল্পনার সাথে মিলিয়ে নিতে হবে। আমরা এলাকার জন্য সেই সুফল ভোগ করছি। একদিনের জন্যও ফেরদৌসী বেগমের হুঙ্কার দেখি নাই। দেখেছি মায়া ভরা চোখ, হাসিমাখা মুখ, মার্জিত পোষাকে, নর্ম ভদ্র ভাবে পথ চলতে।
নির্বাচন আসলেই মানুষের বাড়ী বাড়ী ভোটের প্রচারনা অংশগ্রহণ করতে। এমনি একজন করমোঠ, শেখ হাসিনার আদর্শ দিয়ে গড়া ফেরদৌসী সাদেক খানের জন্য শত বছরের হায়াৎদান করো মাবুদ। মানুষকে শতজনমের শ্রম ও ভালোবাসা উপহার দিতে পারেন।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব, রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের চলতি দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও খাস খবর বাংলাদেশ পত্রিকার সম্মানিত উপদেষ্টা মন্ডলী জনাব রবিউল আলম।