মোঃ ইব্রাহিম হোসেনঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চতুর্থবারের মতো নির্বাচিত সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর-উত্তর মোহাম্মদপুর থানা ও আদাবর কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, আগামী কাউন্সিলের মোহাম্মদপুর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী, অবহেলিত দুঃসময়ে রাজপথ কাঁপানো জয় বাংলার কর্মীদের, সহযোগিতা ও অনুপ্রেরণা দেওয়া বিশিষ্ট ব্যবসায়ি, সমাজ সেবক, দানবীর, শিক্ষানুরাগী মোঃ গরিব সিরাজ এবং মোহাম্মদপুর ও আদাবর থানার কৃষক লীগের নেতৃবৃন্দ।
অতঃপর ১৫ আগস্টের হত্যাকান্ডে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। চলমান করোনা মহামারিতে মৃত্যুবরণকারীদের শহীদের মর্জাদা দান ও আক্রান্তদের আরোগ্য দানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া ও মোনাজাত করা হয়।