মোঃ ইব্রাহিম হোসেনঃ মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর-উত্তর শেরেবাংলা নগর থানা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেরেবাংলা নগর থানা কৃষক লীগের সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক মোহাম্মদ কামাল পাশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম জয় এর সঞ্চলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর-উত্তর কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ হালিম খান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, শেরেবাংলা নগর থানা ২৬, ২৭, ২৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর হামিদা আক্তার মিতা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল হক সজীব।
এ সময় উপস্থিত ছিলেন, শেরেবাংলা নগর থানা ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ’সহ প্রমুখ।
অতঃপর ১৫ আগস্টের হত্যাকান্ডে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। চলমান করোনা মহামারিতে মৃত্যুবরণকারীদের শহীদের মর্জাদা দান ও আক্রান্তদের আরোগ্য দানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শেরেবাংলা নগর থানা কৃষক লীগের সম্মানিত সভাপতি মোঃ কামাল পাশা।