মোঃ ইব্রাহিম হোসেনঃ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজধানীর সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রলীগ।
২৩ মে ২০২২ রোজ সোমবার দুপুর ২ টায় কলেজের শহিদ মিনার চত্বর থেকে মিছিল শুরু হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও ধানমন্ডি-২৭ হয়ে কলেজ চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি ও গ্রাফিক আর্টস ছাত্রলীগের সভাপতি তৌফিক হাসান শাওন। তিনি বলেন ‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে যখন গোটা জাতি পঞ্চমুখ তখন ছাত্রদলের কতিপয় সন্ত্রাসী আমাদের নেত্রীকে উদ্দেশ্যপ্রণোদিতভবে কটূক্তি করেছে। আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে নিয়ে বিরুপ মন্তব্য করে সুস্থ থাকবে এমন কোন মায়ের ছেলে ১৮ কোটির বাংলাদেশে নাই। আমি অতিদ্রুত ছাত্রদলের কুলাঙ্গার সেক্রেটারি জুয়েলকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। তা নাহলে আমার ছাত্রলীগের সকল নেতাকর্মীকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলবো।’
এসময় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন,‘ছাত্রলীগের একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে নিয়ে বিরুপ মন্তব্য করে কেউ পার পাবে না। জুয়েল ক্ষমা চেয়ে ভুল স্বীকার করে ভাল হয়ে যাও নইলে বিপদ আছে।’
এসময় কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের স্লোগান ও মিছিলে মুখরিত ছিলো কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকা।