মোঃ ইব্রাহিম হোসেনঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে জাতিকে সুরক্ষার জন্য অতি দ্রুত টিকা প্রদানের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে শোভাযাত্রা করেছে বাংলাদেশ কৃষক লীগ।
৭ ফেব্রুয়ারি ২০২১ রোজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শুরুর আগে সেখানে বিশাল সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগের সম্মানিত সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি’র পক্ষে সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। সংক্ষিপ্ত সমাবেশে মতিয়া চৌধুরী বলেন, সম্পূর্ণ জনগোষ্ঠীকে করোনাভাইরাসের টিকার আওতায় আনতে বেশি সময় লাগবে না। কারণ নেতৃত্ব যখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, নেত্রী আপনি এগিয়ে যান। এই কৃতজ্ঞ বাঙালি জাতি আপনার পেছনে আছে। মুজিব বর্ষে গৃহহীন-ভূমিহীন মানুষকে ঘর উপহার দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন মতিয়া চৌধুরী। তিনি করোনার টিকা নিয়ে বলেন, শত্রুর মুখে ছাই দিয়ে করোনাভাইরাসের টিকা আজকে (গতকাল) থেকে সারা দেশে প্রদান শুরু হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আমরা কোনো ষড়যন্ত্রকে ভয় পাই নাই। সব আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র মোকাবিলা করেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আল-জাজিরা সরকারবিরোধী মহলের ষড়যন্ত্রে অপপ্রচার শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, স্পষ্ট করে বলতে চাই আমরা কোনো ষড়যন্ত্রকে ভয় পাই না। বাংলাদেশ আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র মোকাবিলা করেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
সভার সভাপতি কৃষিবিদ সমীর চন্দ তার বক্তব্যে বলেন, সকল অসম্ভবকে সম্ভব করে বঙ্গবন্ধু তনয়া কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা সর্বাগ্রে করোনা ভ্যাকসিন সংগ্রহ করেছেন। যাহা বিনামূল্যে বাংলাদেশের আপামর জনগণ পাচ্ছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনাকে সারা বাংলার কৃষক সমাজ ও বাংলাদেশ কৃষক লীগের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্জা আকবর আলী চৌধুরী, হোসনে আরা বেগম এমপি, আলহাজ্জ শেখ মোঃ জাহাঙ্গীর আলম, আলহাজ্জ মোস্তফা কামাল চৌধুরী, কৃষিবিদ ড. নজরুল ইসলাম, মোঃ আবুল হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, আলহাজ্জ একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, নূরে আলম সিদ্দিকী হক, অধাপক নাজমুল ইসলাম পানু, রুমানা আলী টুসি এমপি, আলহাজ্জ নাজির মিয়া, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সম্পাদক মন্ডলির সদস্য ডা. মজিবুর রহমান মিয়াজী, লায়ন আহসান হাবিব, এ্যাড. জহির উদ্দিন লিমন, এফতেখার হোসেন দুলু, এ্যাড. রাবেয়া হক, নুরুল ইসলাম বাদশা, সৈয়দ শওকত হোসেন সানু, আরমান চৌধুরী, রাশিদা চৌধুরী, এ্যাড. জামাল হোসেন মুন্না, সামিউল বাসির সামি, বাংলাদশে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কমল কান্তি মজুমদার, আবুল খায়ের নাঈম, ইকবাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আলহাজ্জ আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক হাজী আব্দুল রব খান, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম খান, আবু জাফর জাকিউদ্দিন আহম্মেদ রিন্টু, মোঃ আমজাদ হোসেন, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের জাতীয় পরিষদের সদস্য ওমর ফারুক, কৃষ্ণ গোপাল পাল, সাইফুল ইসলাম নকিব,শফিকুল ইসলাম মিন্টু, মোতাহার হোসেন বাবুল, দিলিপ অধিকারী প্রমূখ