এমপিওভুক্তির দাবিতে গত ২০ মার্চ থেকে অবস্থান ধর্মঘট পালন করছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। সাতদিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাননি তারা।
আন্দোলনরত শিক্ষকরা বলছেন, এর আগে তিন দফা আন্দোলনকালে তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তীতে তা আলোর মুখ দেখেনি। ফলে এবার এমপিওভুক্তির সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া তারা এখান থেকে সরবেন না।
শনিবার (২৬ মার্চ) সরেজমিন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে দেখা যায়, রাস্তার মধ্যে ব্যাগ ও কাঁথা-বালিশ নিয়ে আন্দোলনকারী শিক্ষকরা অবস্থান করছেন। খোলা রাস্তায় খেয়ে না খেয়ে সাতদিন কাটিয়ে দিয়েছেন তারা। এমন পরিস্থিতিতে নারী শিক্ষকদের গোসল ও পরিচ্ছন্নতার নানা সমস্যা হচ্ছে।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, প্রতিবন্ধীদের পড়াশোনা শেখাতে ভীষণ কষ্ট হয়। সে তুলনায় বেতন খুবই কম। এবার হয় মরবো না হয় দাবি আদায় করে ঘরে ফিরবো। অনলাইনে আবেদনকৃত সব প্রতিবন্ধী স্কুলকে এমপিওভুক্ত করার দাবিতে তাদের এ আন্দোলন।
এর আগে তিনবার আন্দোলন করলেও তাদের নানা প্রতিশ্রুতি দিয়ে ফেরত পাঠানো হয়েছে। এবার আন্দোলন সফল না করে ঘরে ফিরবেন না বলে জানান তারা।
এমপিওভুক্তির দাবিতে গত ২০ মার্চ থেকে অবস্থান ধর্মঘট পালনরত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের দাবীর প্রতি সংহতি প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, নাগরিক ভাবনার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।