মোঃ ইব্রাহিম হোসেনঃ ৬৬ এর ছয়দফা, ৭১ এর স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে যাচ্ছি। ইচ্ছে করলেই বড় কনো পেশায় যেতে পারতাম কিন্তু গ্রামীণ জনপদের গরিব ঘরের ছেলেমেয়েদের দুই কলম শিক্ষা দেবার জন্য এই পাড়াগাঁয়ে জীবন কাটিয়ে দিলাম।
জীবনের শেষ বয়সে বঙ্গবন্ধু কন্যা এক কঠিন দায়িত্ব দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা তার পিতার তিল তিল করে গড়া সোনার নৌকা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৪ নং টগরবন্দ ইউনিয়নবাসিদের উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর নৌকার সম্মান আপনারা রক্ষা করবেন আশা করি।
২৬ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে টগরবন্ধ ইউনিয়নে ” পেশা নয়, সেবাই মূল লক্ষ্য ” এই উক্তির বাস্তবায়ন করবেন আশা করি।
জয় বাংলা – জয় বঙ্গবন্ধু।