June 1, 2023, 8:29 am
শিরোনামঃ
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়ে সাজেদুল হক খান রনি গাজীপুর নির্বাচনে নৌকার পরাজয়ে,সরকারের বিজয় দেখছে পুরো বিশ্ব ই-কমার্স প্রতিষ্ঠান “আলেশা মার্ট” এর ভুক্তভোগী গ্রাহকদের সংবাদ সম্মেলন ‘বন্ধন সংস্থার উদ্যোগে এসএসসি ২০২২ সালের পরীক্ষায় উত্তির্ণ কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুর সিটির নতুন মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিরোধীরাও যদি সহিংসতা করে মার্কিন ভিসা পাবে না : ডোনাল্ড লু পটুয়াখালী-২ আসনে ভোটারদের নজরে এডভোকেট খোন্দকার শামসুল হক রেজা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া সেই চাঁদ গ্রেপ্তার বাংলাদেশ সিঙ্গাপুর হতে চায়, সিঙ্গাপুরের দামে সবজি কিনতে চায় নাঃ রবিউল আলম

পিতার ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলার হুমকী আঃলীগ চুপ কেনো ? নাকি বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে ?

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2020
  • 202 Time View

জনাব রবিউল আলমঃ মনকে বুঝাতে পারছিনা, ঘরে বসেও থাকতে পারছিনা। মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সাদেক খান করোনায় আক্রান্ত পুরো পরিবার। ১৫ আগষ্টের আগুন মন থেকে মুছতে পারছিনা পিতাকে হারিয়ে। স্বাধীনতা অর্জনের জন্য বাঙালি জাতির পিতার স্বীকৃতি দিয়েছেন সংবিধান।

সংবিধানকে স্বীকার করেই নাগরিকত্ব ও রাজনীতি করার অনুমতি নিতে হয়। নিয়েছেন ও তারা। তারপরেও জাতির পিতার ভাস্কর্য বুড়িগঙ্গার ফেলে দেওয়ার হুমকি শূনতে হবে কেনো ? আঃলীগ চুপ কেনো। কেনো দল, নগর, মহানগর, থানা জেলা, সহযোগী কমিটির সভা ডাকা হচ্ছে না ? বিহ্মোব ও প্রতিবাদ সভা নাই। টাকাওলা, ক্যাসিনো, কন্টেকটার, নতুন আমদানিকৃত কাউন্সিলর মার্কা নেতারা চুপ থাকতে পারেন অর্থ রহ্মার ভয়ে। তৃণমূল বসে থাকবেনা। তাদের হারানোর কিছু নাই। আমরা রাজনৈতিক সমিকরন বুজি না, পিতার আদর্শ বুকে ধারন করে বেচে আছি। পাথর বেধেছি পেটে, তাই বলে রক্ত সুখায় নাই, পিতার ভাস্কর্য ফেলেদিবেন বুড়িগাঙ্গাতে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা জানি আপনার দহ্য সম্পর্কে। দহ্যেরও একটা সীমা আছে। রাষ্ট্র হ্মমতার চাইতেও আমাদের কাছে পিতার সম্মান অনেক বেশী মুল্যবান, রহ্মা করতে না পারলে হ্মমতার কোনো অর্থ নাই। তেলিপোকা, ছাড়পোকায়ও রাজনীতি করতে চায়, করুক।

পিতাকে অসম্মান করে বাংলার মাটিতেও দ্বারাতে দিবো না ইনশাল্লাহ। আর উচুতলায় বসে ষড়যন্ত্রের মাধ্যমে রাজনীতির জন্য দলের ভিতর থেকে ইন্দ্রনের মাধ্যমে যদি কোনো অপশক্তি এ কথা বলার জন্য সুযোগ করে দিয়ে থাকেন, তবে তাদেরকে জবাব দিহিতায় আনতে হবে, বিচার হবে ঠেংগানির মাধ্যমে।

চরমুনাই ও মামুনুর এত বড় কথা বলার উপযুক্ত হয় নাই। এ কথা বলার মত সাংবিধানিক অধিকারও তাদের নাই। আদালত কেনো স্বপন্দিত হচ্ছে না, এত আইনজীবী আঃলীগে থাকতে একটি নোটিশ কেনো করা হয় নাই। প্রশ্ন অনেক, উত্তরের আশায় থাকলাম। চরমুনাইয়ের সভা সমাবেশ কোনো মসজিদে করতে দেওয়া হবে না, হ্মমা চাওয়ার আগ পর্যন্ত। দলিয় সিদ্ধান্ত চাই।

লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102