রাজবাড়ী জেলার আসন্ন পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ ওয়াজেদ আলীর নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে গতকাল ২২শে জানুয়ারী ২০২১ রোজ শুক্রবার নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছে কৃষক লীগের নেতৃবৃন্দ।
কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের নেতৃত্বে রাজবাড়ী জেলা ও পাংশা উপজেলাসহ কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ব্যানারসহকারে পথসভাসহ শোভাযাত্রা করে।
জানা যায়, গতকাল শুক্রবার বিকেল ৪টায় পাংশা শহরের সরদার বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী জেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পাংশা সরদার বাসস্ট্যান্ডে পথসভা শেষে কৃষক লীগের নেতাকর্মীরা ব্যানার সহকারে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে শেষ হয়।
উল্লেখ্য, আগামী ৩০শে জানুয়ারী অনুষ্ঠিতব্য পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩জন- আওয়ামী লীগ মনোনীত মোঃ ওয়াজেদ আলী(নৌকা), বিএনপি মনোনীত রইচ উদ্দিন খান(ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক ফরহাদ(জগ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ১১জন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই তুঙ্গে উঠছে। পোস্টারিং ও প্রচার-প্রচারনায় সর্বত্রই নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।