পশ্চিম বঙ্গের নির্বাচন, মোদিজী ও করোনার টিকার আগমনকে মজিব জন্মশতবার্ষিকীর উপহার হিসেবে গ্রহন করবে জাতি
Reporter Name
Update Time :
Tuesday, March 16, 2021
119 Time View
জনাব রবিউল আলমঃ রাজনীতির জন্য একটু ভালোবাসা চাই। মজিব জন্মশতবার্ষিকীতে, শত জনমের আশা আকাংখা ফসল বলতে পারেন। মজিবকে যারা দেখেছেন, তারা অনেকেই মজিব পাগল হয়েছেন। যাদেরকে একবার ছুয়ে দিয়েছেন, তাদেরকে দিওয়ানা বলা চলে। দুনিয়াদারী ভুলে গেছে অনেক আগেই। এখন আওয়ামীলীগের ডাকের অপেক্ষায় থাকে, কোথায় শেখ হাসিনার জনসভা, কোথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে স্মৃতি চারন, আলোচনা সভা। সকালে খেলো কীনা, মনে রাখতে পারে না : সভাস্থলে হাজির হতেই হবে। এই পাগলের সংখ্যা দেশ ছারিয়ে এখন বিদেশে ও বিস্তর হচ্ছে। শেখ হাসিনার পাগলের সংখ্যায় যুক্ত হচ্ছেন অনেক রাষ্ট্র নায়ক। কি আছে শেখ হাসিনার মাঝে, আল্লাপাক কি দান করেছেন তার মনের মাঝে। জোড়া মাথার শিশুর অপারেশন, গৃহহীন মানুষের পুর্ণবাসন, অসুস্থ অসহায় মানুষের চিকিৎসার ব্যয়ভার বহন। অপরাধীদের জন্য অগ্নিমুর্তি ধারন। অন্যায়ের সাথে আপোষ নয়, বিশ্ব ব্যাংক সহ একাধিক রাষ্ট্র অনুধাবন করেছেন। যুদ্ধ অপরাধে বিচার নিয়ে তুরস্ক, জাতিসংঘ সহ মার্কিন সাম্রাজ্যকে ও উপেহ্মা করতে হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনাকে কাছে পেয়ে তুরস্কের ফাঁস লেডি বুঝতে পেরেছে মানবতার জননী কেনো শেখ হাসিনাকে কেনো বলা হয়। কেনো বাঙালির প্রিয় নেত্রী হয়ে উঠেছেন। কেনো বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে সাধারন মানুষ উৎসাহ হারিয়েছেন। শেখ হাসিনার দেশ উন্নয়নের পরিকল্পনা, চিন্তা ভাবনায় এখন মার্কিনীরাও গ্রহন করতে শুরু করেছে। পাকিস্তানীরা আশা আছে, ভারত তাদের অধিকারের প্রতি আস্থা রেখে চলেছে। নরেন্দ্র মোদির ধারনা মজিব জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের পুন্যস্থানের দর্শনের সুযোগ পেলে পশ্চিম বঙ্গের জনগনের কাছে প্রিয় হয়ে উঠবেন। আমি মমতাদিকে আগেও বলেছি। বাঙালি দেশ ত্যাগ করতে পারে, দেশ প্রেম ছাড়তে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান একবার ছুয়ে দিয়েছিলো, মেয়র হানিফ আদর করে ডাকতো। আইভী রহমান,জিল্লুর রহমান আপনি ছাড়া কথা বলতো না, সাদেক খান এমপি ও শেখ বজলুর রহমানের রবিউল ডাকে কত মধু আছে : আজও বুঝতে পারলামনা। আমার দেশ, আমার নেতা, আমি যাদেরকে সম্মানের উচ্চ আসনে রেখেছি, এমনকি আমার সন্তানকে যারা একটু আদর করে। নরেন্দ্র মোদি তো আমার জাতির জনকেই বুকে ধারন করে নিয়েছেন, মমতাদিদিকে বুঝতে হবে : বাংলাদেশ আপনার পানির আশা থাকবে, নাকি চিনের তিস্তা প্রকল্প গ্রহন করবে। বাঙালি হুমকি পছন্দ করে না দিদি।তার পরেও আমি চাই দিদির জয়, মানবতার জয়। ধর্মের নামে মানব জাতিকে শোষনের পরাজয়।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।