June 1, 2023, 7:54 am
শিরোনামঃ
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়ে সাজেদুল হক খান রনি গাজীপুর নির্বাচনে নৌকার পরাজয়ে,সরকারের বিজয় দেখছে পুরো বিশ্ব ই-কমার্স প্রতিষ্ঠান “আলেশা মার্ট” এর ভুক্তভোগী গ্রাহকদের সংবাদ সম্মেলন ‘বন্ধন সংস্থার উদ্যোগে এসএসসি ২০২২ সালের পরীক্ষায় উত্তির্ণ কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুর সিটির নতুন মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিরোধীরাও যদি সহিংসতা করে মার্কিন ভিসা পাবে না : ডোনাল্ড লু পটুয়াখালী-২ আসনে ভোটারদের নজরে এডভোকেট খোন্দকার শামসুল হক রেজা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া সেই চাঁদ গ্রেপ্তার বাংলাদেশ সিঙ্গাপুর হতে চায়, সিঙ্গাপুরের দামে সবজি কিনতে চায় নাঃ রবিউল আলম

পবিত্র শবে বরাত ২৯ মার্চ

Reporter Name
  • Update Time : Sunday, March 14, 2021
  • 274 Time View

খাস খবর বাংলাদেশঃ দেশের আকাশে কোথাও আজ ১৪ মার্চ রোববার সন্ধ্যায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি।

এজন্য ১৫ মার্চ ২০২১ রোজ সোমবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী ১৬ মার্চ মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৯ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

আজ ১৪ মার্চ ২০২১ রোজ রোববার সন্ধ্যায় বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, ঢাকা জেলার প্রশাসক মুহাম্মদ মামুনুল হক, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মুহম্মদ সাইফুল্লাহ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. ছাইফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মুহম্মদ আছাদুর রহমান প্রমুখ।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ২৯ মার্চ (সোমবার) দিবাগত রাতই শবে বরাতের রাত। শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। ফলে এবার এ ছুটি পড়েছে ৩০ মার্চ (মঙ্গলবার)।

শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।

‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102