জনাব রবিউল আলমঃ কি বলবেন ডঃ ইউনুসরা ? বাঙালি গরিব অর্থে,মনের দিক বিবেচনা করলে পৃথিবীর সব চেয়ে বড়। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন, কারো সাথে আপোষ করেনি।বৃটিশ ও পাকিস্তান বিরোধী আন্দোলন তার প্রমান, বিশ্বের সামনে।
বাঙালিকে জাতিয়ে তুলতে হয়, সেই কাজটা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। পলাশীর প্রান্তে অস্ত যাওয়া স্বাধীনতার সুয্য উঠিয়েছেন বাংলার আকাশে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালির স্বপ্ন পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র ও অপরাজনীতি মোকাবেলা করেছেন। নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের পথে,৩৮ তম স্পেন উঠে গেছে, বাকী থাকলো ৩, কি বলবেন বিশ্ব ব্যাংক, কি বলবেন ডঃ ইউনুসরা ?
আমার বন্ধু মোস্তফা, জন্মগত শিবচরের ঢাকায় আসার গাড়ীতে, কোথা থেকে উঠতে হবে, বুঝতে না পারার কারনে এক রিকসাওলার সহায়তা নিতে হয়েছে। হাসতে হাসতে কথাগুলো বলার সময় তার চোখেমুখে আনন্দের একপলক মুচকি হাসিও আমার চোখে পরে। তার কথা হলো, আমার বংশেও কিছু রাজাকার আছে, দেশের এই উন্নয়ন দেখে নৌকা ছাড়া এখন আর ভোটদেন না।
শেখ হাসিনাকে এতোটা বিশ্বাস করেছেন, অনেক সময় বলতে শূনি, চোরচোট্রা গুণ্ডা বদমাইশ বুজি না।বুজি শেখ হাসিনা কোথায় ভোট দিতে বলেন। একটি মানুষ আমার দেশকে স্বপ্নপুড়ি বানাচ্ছে, তাকে সহায়তা করতেই বাংলার মানুষ নৌকার বিকল্প খাঁজে না। অনেকেই বলেন বিএনপি জামানত হারানো দল না, সরকার জোর করে ভোট নিয়ে যায়।
আমার ধারনা সরকার বিএনপির জন্য ভোট চুরি না করলে মানুষের মনে ও বিশ্ব মিডিয়ার কাছে নিরপেক্ষ প্রমান করতে পারবেন না। দেশের মানুষ জ্বালাও পোড়াও চায় না, বিএনপি-জামাতের দুঃশাসনকালে ফিরতে চান না। কি বলবেন ডাঃ ইউনুস, কি বলবেন বিশ্ব ব্যাংক ? আমেরিকার স্বপ্ন সেন্টমার্টিন ডিপ। বাস্তবায়ন করার এজেন্টা নিয়েছিলেন বিশ্ব ব্যাংক ও ইউনুসরা।
বিএনপি-জামাত রাজনৈতিক স্বপ্ন দেখেছিলেন। কি বলবেন এ দেশের জনগণ। একসাথে গাড়ীও রেল চলবে, লহ্মিপুর-ভোলার সেতুর কাজও চলবে। মাদার বাড়ী গভির সমুদ্র বন্দরের বিশাল আকৃতির জাহাজ চলবে।চলবে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ। মিরসরাইয়ে উৎপাদন হবে বিশ্বের অনেক দেশের পন্য। কি বলবেন এই পৃথিবীর জ্ঞেনের ভাণ্ডার হ্ম্যাত ইউনুসরা অসমাপ্ত।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।