জনাব রবিউল আলমঃ নারী দিবশকে মনে ধারন করুন, শান্তী পাবেন। নারী দিবশের অঙ্গিকার, নারীর স্বাধীনতা আমরা বাস্তবায়ন করতে পারবো না। নারীর সহায়তা ছাড়া একমুহুর্ত ভাবতে পারি না।
আমার দেওয়া স্বাধীনতা অপব্যবহার করেছে পুরুষ ছাড়া চলতে পারেনা বলে। আমি নিজেও মনের দুঃখে মায়ের কাছে। এই পৃথিবীর নারী-পুরুষ কি নিজেকে নিয়ে ভাবতে পারে, না চলতে পারে ? স্বাধীনতা হউক মানুষের। নারীকে সম্মানিত করা হউক।
নারী সম্মানের স্থানটা নিজেই করে নিতে পারে, মায়ের স্থানটা দাবী করার বিষয় না, সহধর্মিণী তো জীবনের অংশ, মেয়েরা বাবার রক্তে মিসে আছে। আমাদেরকে অনুভব করতে হবে, অনুভুতি জাগাতে হবে মনে। চিক্কার করে নারী দিবশ সফল হবে না। প্রতিদিন নারীর সস্পর্শে নারীর সম্মান ও অধিকার দিতে হবে।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।