খাস খবর বাংলাদেশ নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়া চিঠির উত্তর দিয়েছে বিএনপি। চিঠিতে নয়াপল্টনে নিজেদের সমাবেশ নিয়ে অনড় অবস্থান জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিটি ডিএমপির পল্টন মডেল থানা পুলিশের ওসি বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে আয়োজনের সকল কাজ এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। যার ফলে অন্য ভেন্যুতে গিয়ে সমাবেশ করা সম্ভব না।
এর আগে ডিএমপি থেকে বিএনপির কাছে একটি চিঠি দেওয়া হয়। সেখানে সমাবেশের কয়েকটি বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়। এর উত্তরে চিঠিতে জানানো হয়েছে, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ বেলা ২টায় শুরু হয়ে মাগরিবের আযানের আগে শেষ হবে। সমাবেশে এক থেকে সোয়া লাখ লোক হতে পারে। এই সমাবেশে অন্যকোনো দলের নেতা কর্মীরা অংশ নেবে না।
সমাবেশের শৃঙ্খলা রক্ষার জন্য ৫০০ স্বেচ্ছাসেবক কাজ করবে বলেও চিঠিতে বলা হয়।