রাসূলের জন্মের সময় আসমান জমিনের ফেরেশ্তারা বলছিল মারহাবা,
আল্লাহর ঘরেই বিভিন্ন গোত্রের মূর্তি গুলো উল্টে পড়ে কাঁপছিল কাবা।।
১২ ই রবিউল আউয়াল মাসের অসাধারণ দিনটিতে জন্মেছিলেন যিনি,
আল্লাহ্তালার হুকুমেআজও সারাপৃথিবীর নজরদারি করছেন তিনি।।
আল্লাহ্তালা রাসুলের জন্মে সারা পৃথিবীর মুসলমান হয়েছিল ধন্য,
আজকের দিনও পেয়ে যেতে পারি জান্নাত আল্লাহ্ রাসুলের জন্য।।
রাসুল মক্কা নগরীতে জন্মে ছিলেন বলেই পৃথিবী হয়ে ছিল আলোকিত,
আল্লাহ্তালার প্রিয়রাসুলকে পেয়ে আজও বিশ্বের মানুষ আনন্দে পুলকিত।।
তাই রাসুল (সাঃ) আজও আমাদের মাঝে আছেন নূরের আলো হয়ে,
অসাধারণ দয়ালনবীজির দোয়ায় সহজেই জান্নাত যেনো যাই পেয়ে।।
নবীজির শুভ জন্মদিনে আসমান জমিনের ফেরেশ্তাদের দ্বারা ছিলেন ঘেরা,
মহান আল্লাহ্তালার বিশ্বনবী আজও সারা পৃথিবীতে সবকিছুর উর্ধে সেরা।।
ইহুদি নাছারের মতো কিছু লোক আজও দয়াল নবীজির কুৎসা রটায়,
মহান আল্লাহ্তালা সেই সমস্ত লোকজনের তরিৎগতিতে বিপদ ঘটায়।।
তাইতো মহান আল্লাহ্তালা তার হাবিবকে রেখে ছিলেন উচ্চ আসনে,
আল্লাহ্তালা নির্দেশে ওহুদ পাহাড়ে মিলিত হন বিদায়ী হজ্বের ভাষণে।।
আল্লাহ্ বন্ধুকে পেয়ে ৭ আসমান সাজিয়ে ছিলেন রূপ সজ্জার সাজে,
আল্লাহ্ তার হাবিবকে অসাধারণ সম্বর্ধনা দিয়েছিলেন শবে মেরাজে।।
তাইতো স্বপ্নে খুঁজেছি আপনার ঘরে দয়াল নবীজির রৌজায় তার ছবি,
জন্মদিনে প্রতি বৎসর পালন করি দয়াল নবীজির ঈদে এ মিলাদুনবী।।