ষ্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার মুস্তাসিরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি।শনিকার সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
২১ সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা পুলিশে সুপারিনডেন্ট হিসাবে যোগদান করেন মুনতাসিরুল ইসলাম।ঝিনাইদহ থেকে কক্সবাজারে বদলি হোন প্রাক্তন পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম।বিসিএস ২১ তম ব্যাসের এই কর্মকর্তা এর পূর্বে ডিএমপিতে লজিস্টিক শাখায় কর্মরত ছিলেন।কর্মজীবনের বিভিন্ন সময় তিনি চট্টগ্রামের সাতকানিয়াতে সার্কেল অফিসার ও নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেছেন।ডিএমপিতেও অনেক দিন কাজ করেছেন তিনি।
পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম মতবিনিময়ের সময় বলেন, পেশাদারিত্বের সাথে ঝিনাইদহে দায়িত্বরত ১৫০০(+-) পুলিশ সদস্য নিয়ে কাজ করে যেতে চান।সাংবাদিক ভাইয়েরা সত্য ঘটনা প্রকাশ সহ বস্তু নিষ্ঠতা বজায়ে রাখলে কাজ করা সহজ হবে উভয়ের।
এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর জিল্লুর রহমান,সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব,সহ সভাপতি সিরাজুল ইসলাম মল্লিক,সহ সভাপতি ওহিদুজ্জামান টুকু,যুগ্ম-সম্পাদক হাসান আল মাহমুদ সাগর,প্রচার সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল বিদ্রোহী ডট কম’র সম্পাদক ওমর আলী সোহাগ,দপ্তর সম্পাদক সাহিদুর রহমান সন্টু,নির্বাহী সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মাজেদ রেজা বাধন,ভোরের পাতা ও ডিজিটাল সংবাদের সম্পাদক এমদাদুল হক,দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি সবুজ মিয়া সহ প্রমুখ।