মোঃ ইব্রাহিম হোসেনঃ বরিশালের গৌরনদী উপজেলায় ষষ্ঠ উপজেলা নির্বাচনে মো: মনির হোসেন মিয়া বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক এবং রাজনীতিবিদ সাইদুল ইসলাম বাদল।
রোববার (৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনে চেয়ারম্যান পদে গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মো: মনির হোসেন মিয়া কাপ পিরিচ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মো: সাইদুর রহমান জানান, মনির হোসেন মিয়া বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি কাপ পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ৪০ হাজার ৪৪৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হারিছুর রহমান পেয়েছেন ৩৬ হাজার ৯২৪ ভোট।
ভাইসচেয়ারম্যান পদে মো: ফরাহাদ হোসেন মুন্সী টিউবয়েল প্রতীকে ভোট পেয়েছেন ৪৮ হাজার ৪০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জামাল গোমস্তা মাইক প্রতীকে ভোট পেয়েছেন ২৮ হাজার ৩১৪। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সাহিদা আক্তার হাস প্রতীকে ভোট পেয়েছেন ৩০ হাজার ৬১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিব্রা রানী বিশ্বাস ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন২৩ হাজার ৭৮৭ ভোট।