খাস খবর বাংলাদেশ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বিদায় নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর কয়েক ঘণ্টা পরেই তিনি ওয়াশিংটন ছেড়ে চলে যাবেন। তিনি চেয়েছিলেন জাঁকজমকপূর্ণভাবে বিদায় নিতে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। তাই কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই হোয়াইট হাউজ ছাড়ছেন।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব পালনের শেষ দিনে প্রকাশ করা এক বিদায়ী ভাষণে বলেছেন, নতুন করে কোন যুদ্ধ শুরু না হওয়ায় তিনি গর্বিত। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বিগত কয়েক দশকের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু না করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হতে পেরে আমি বিশেষভাবে গর্ববোধ করছি।’
বিদায়ী এ প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমাদের বলিষ্ঠ কূটনীতি এবং বাস্তব নীতির ফলে আমরা মধ্যপ্রাচ্যে একের পর এক ঐতিহাসিক শান্তি চুক্তি করতে পেরেছি। এটি করা যেতে পারে কেউ তা বিশ্বাস করেননি। দি আব্রাহাম অ্যাকর্ড সহিংসতা ও রক্তক্ষয়ী যুদ্ধের পথ এড়িয়ে ভবিষ্যতের শান্তি ও সম্প্রীতির দ্বার উন্মোচন করে দিয়েছে। এটি হচ্ছে নতুন মধ্যপ্রাচ্যের প্রথম প্রভাত এবং আমরা বিদেশে মোতায়েন করা আমাদের সৈন্যদের দেশে এনেছি।’
১৯ জানুয়ারি ২০২১ রোজ বুধবার সকাল ৮টায় মেরিল্যান্ডে অ্যান্ড্রুজ ঘাঁটিতে ট্রাম্পের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে হোয়াইট হাউস। সেখান থেকে বিদায় অনুষ্ঠান শেষে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে যাবেন ট্রাম্প। সেখানে তার মার-এ-লাগো রিসোর্টে শুরু করবেন পরবর্তী জীবন। এবিসি নিউজ।