মোঃ ইব্রাহিম হোসেনঃ
ঢাকা জেলার ধামরাই থানায় নবাগত ওসি (অপারেশন) হিসেবে যোগদান করেছেন নয়ন মিয়া । গত শনিবার তিনি অপারেশন ওসির দায়িত্ব বুঝে নেন। এর আগে নয়ন মিয়া ঢাকা জেলার কেরানিগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর দায়িত্বে ছিলেন।
পড়াশোনা শেষে ২০১০ সালে এসআই পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। যোগদানের পর থেকে কলাতিয়া পুলিশ ফাঁড়িসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় সুনামের সাথে চাকরি করছেন নয়ন মিয়া।বিশেষ করে রাজধানী মোহাম্মদপুর থানার সর্বস্তরের জনগণ আজও তাকে ভূলতে পারে না।
কলাতিয়া পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে দীর্ঘ ১১ মাস সুনামের সঙ্গে কাজ শেষে গেল (১৪ নভেম্বর) শনিবার ধামরাই থানায় ওসি (অপারেশন) হিসেবে যোগদান করেন তিনি। যোগদানের পর গতকাল সোমবার রাতে নবাগত ওসি (অপারেশন) কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ধামরাই রিপোটার্স ক্লাবের সভাপতি, সাধারন সম্পাদকসহ ক্লাবের সদস্যরা।