মোঃ ইব্রাহিম হোসেনঃ আজ ১১ অক্টোবর ২০২০ রোজ রবিবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সসম্পাদক মোঃ আবু হুরায়রার পরিচালনায় দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা সভাপতি মাওলানা শাব্বীর আহমদ উসমানী, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহাদি হাসান সিরাজী, বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ দবির হোসেন শেখ, সদর থানা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ডামুড্যা থানা সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, মুফতি রফিকুল ইসলাম, মুফতি জামাল উদ্দিন ও শরীয়তপুর জেলা ছাত্র মজলিসের দায়িত্বশীলবৃন্দ।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে কিন্তু ধর্ষকরা আড়ালেই থেকে যাচ্ছে। বিলম্বিত বিচার ব্যবস্থার জন্য মানুষ এসব ঘটনা ঘটাচ্ছে। এ সময় সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীকে গণধর্ষণ, নোয়াখালির বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িতসহ সকল ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।