মোঃ ইব্রাহিম হোসেন ॥ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জনমত গড়তে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক ও আতিকুল ইসলাম মতিন এর নির্দেশনায় মোহাম্মদপুর থানাধীন ৩১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ ১২ মার্চ ২০২২ রোজ শনিবার ৩১ নং ওয়ার্ডে এ উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ইসহাক, ৩১ নং ওয়ার্ড বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক সাজেদুল হক খাঁন রনি, যুগ্ম আহবায়ক শহীদ আলী, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন সপ্ন, যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ, যুগ্ম আহবায়ক বাবু দেওয়ান ও অন্যান নেতৃবৃন্দ।
বিএনপির নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। জনগণের উপর দ্রব্যমূল্য চেপে বসেছে সে জন্য বিএনপি কর্মসূচি দিয়েছে। জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এ কর্মসূচি।