মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রতিদিনের ন্যায় আজও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাদএশা রাজধানী মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিল মোহাম্মদ দিলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, সদ্য সমাপ্ত ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এর নির্বাচন পরিচালনায় কমিটির যুগ্ম আহবায়ক রমিজ উদ্দিন ফরাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের নৌকার মাঝি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নৌকার বিজয় ঘটানো লক্ষ্যে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সে বিষয়ে বক্তব্য রাখেন, ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিল মোহাম্মদ দিলু।
মতবিনিময় সভায় রমিজ উদ্দিন ফরাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ। এই উন্নয়ন ধরে রাখতে নৌকার বিজয় ঘটাতে হবে। এরজন্য প্রতিটি পরিবারে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। কোন অপশক্তিকে ভয় করা যাবে না। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঢাকা-১৩ আসনের উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। নৌকা উন্নয়নের প্রতীক। নৌকা সার্বভৌমত্বের প্রতীক। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন।
এসময় উপস্থিত ছিলেন, ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন, দপ্তর সম্পাদক আঃ রহমান শাহ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সহ ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী।