মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ৩ নং ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বাদমাগরিব রাজধানী মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ডে সলিমুল্লাহ রোডের ৩ নং ইউনিট আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৩ নং ইউনিট আওয়ামী লীগের কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ তালুকদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নুরুন নবী খোকন এবং যুগ্ম সদস্য সচিব ও ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ হাসান কবির খান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি দিল মোহাম্মদ দিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাঝি, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জি মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক আঃ রহমান শাহ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ৩ নং ইউনিট আওয়ামী লীগের কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জি হাবিবুর রহমান, একেএম মোফাজ্জল হোসেন খান সাগর, রাজধানী মোহাম্মদপুর ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক রাজিব খান সহ ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ এবং ৩ নং ইউনিট আওয়ামী লীগের কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, এখন আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঢাকা-১৩ আসনের উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এজন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উন্নয়ন ও সুশাসনের কথা বলে নৌকার ভোট চাইতে হবে।