খাস খবর বাংলাদেশঃ আগামী ১১ আগস্ট থেকে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
আজ ৮ আগস্ট ২০২১ রোজ রোববার বিকেলে মন্ত্রিপরিষদ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সড়কে মোট যানবাহনের অর্ধেক চলবে। স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে সব অফিস। বাস, ট্রেন ও লঞ্চে আসন সংখ্যক যাত্রী যেতে পারবেন। এছাড়া শপিংমল ও রেস্তোরাঁ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এর আগে রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করা হবে। মাস্ক পরাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।
তিনি আরো বলেন, আগের সভায় মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী সভাপতিত্ব করেছেন। সেখানে সিদ্ধান্ত ছিল ১০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা। ১১ তারিখ থেকে ধাপে ধাপে শিথিল করার সিদ্ধান্ত। যদিও শনাক্তের হার কমছে কিন্তু মৃত্যুর হার দুইশ’র ওপরে রয়েছে। সে বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেছিলেন, দোকানপাট যেহেতু খুলতে হবে- সবাই যাতে স্বাস্থ্যবিধি মানে সেদিকে আমাদের জোর থাকবে। গতকাল শনিবার থেকে গণটিকা চালু করেছি। এটি ১২ তারিখ পর্যন্ত চলমান থাকবে। আমরা টিকা কার্যক্রমের মধ্যে যারা দোকানদার, যাদের বাইরে যেতে হয়, ইমাম-মুয়াজ্জিন, ড্রাইভার-হেল্পারদের প্রায়োরিটি দিয়েছি। ধাপে ধাপে সীমিত পরিসরে শিথিল করার চিন্তা আছে।