মোঃ ইব্রাহিম হোসেনঃ সাংবাদিকদের স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন, আওয়ামী আমলে সাংবাদিকদের কন্ঠ রোধ করা হয়েছিল। সাংবাদিকরা চাপে সত্য তুলে ধরতে পারেননি। তিনি সাংবাদিকদের প্রতি আওয়ামী লীগের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন এবং দেশের মানুষের কাছে স্বাধীনভাবেই সংবাদ পৌঁছে দিচ্ছেন।
বুধবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির আয়োজনে মোহাম্মদপুর টাউন হলে সন্ত্রাস নৈরাজ্য বিরোধী জনসচেতনতা বাড়াতে মিছিল গণসংযোগ করে পথসভায় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
সংখ্যালঘুদের প্রসংগ টেনে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, গত ১৭ টা বছরে এই আওয়ামী সরকার সংখ্যালঘু ভাইদের উপর ষড়যন্ত্র করে জুলুম নিপীড়ন নির্যাতন করেছে, তাদের বাড়ী ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, এরপর তার দায় তারা বিএনপির উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, আমাদের এলাকায় সংখ্যালঘু ভাইয়েরা রয়েছে, মন্দির রয়েছে, আপনারা প্রয়োজনে তাদের সহযোগিতা করবেন। তাদের উপাসনালয় মন্দির পাহাড়া দিবেন। হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান, মুসলিম সকলেই আমরা ভাই ভাই। সবাইকে দিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
আমিনুল হক বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় বিরাজমান রয়েছে, তারা যড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এ যড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সর্তক ও সজাগ থাকতে হবে। কেউ চাঁদাবাজি করলে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দিবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ গত ১৭টা বছর ধরে বাংলাদেশে যে পরিমাণ মানুষ গুম করেছে, যে পরিমাণ মানুষকে হত্যা করেছে এবং আমাদের সদ্য যে, ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের যে পতন হয়েছে। সেই আন্দোলনে আমাদের ছাত্র-সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের উপর যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, এর বিচার আমরা বাংলার মাটিতে অবশ্যই দেখতে চাই এবং শেখ হাসিনার সাথে যারা মন্ত্রী-এমপি ছিলেন, প্রশাসনের অনেকেই রয়েছেন, যারা তার আজ্ঞাবহ ছিলেন, তাদেরও আমার বিচার দাবি করছি।