খাস খবর বাংলাদেশ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় প্রাণহানি ২১ হাজার ছাড়িয়ে ২১,১৬২ জন হলো। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৯৮৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন।
আজ ২ আগস্ট ২০২১ রোজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন।
২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৮৯ জনের নমুনা টেস্টের বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ। এর আগে গতকাল রবিবার দেশে করোনায় ২৩১ জনের মৃত্যু হয়। সেদিন করোনা শনাক্ত হয় ১৪ হাজার ৮৪৪ জনের।