চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত সাড়ে তিন মাসের বেশি সময়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর বহর বাড়ছেই।
দেশে করোনায় প্রাণ গেলো আরও ৪২ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যুর এ ঘটনায় ভাইরাসটি দেশের ১৯৬৮ জনের প্রাণ কেড়ে নিলো। আর ২৪ঘন্টায় নতুন করে আক্রান্ত ৩১১৪ জনের যোগফল দাঁড়িয়েছে এক লাখ ৫৬ হাজার ৩৯১ জনে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ প্রয়োজনীয় পরামর্শ মেনে চলার আহবান জানান।