ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে আন্দোলনের সময়ে জনপ্রিয় হয়ে ওঠা গান ‘দেশটা তোমার বাপের নাকি’ আদলে আসমের ভাষায় গান গাওয়ার অভিযোগে ভারতের আসাম রাজ্যে আলতাফ হোসেইন নামে এক ভারতীয় ইউটিউবার ও গায়ককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গানটির সাথে আসামের বিহুর সুর এবং ছন্দও কিছুটা মেশানো হয়েছিল। পুলিশ জানায়, গানটি গেয়ে ‘হিন্দু এবং মিঞা সম্প্রদায়ের মধ্যে বৈরিতা’-এর প্রচেষ্টা করেছেন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই বিষয়ে বলেছেন, আসামের ঐতিহ্যবাহী ‘বিহুকে মিঞা বিহুতে পরিণত করতে চাইলে আসামের মানুষ তা কখনোই মেনে নেবেন না।
আলতাফ গানটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে বলেন, তার গানের কথায় যদি কারও ভাবাবেগে আঘাত লেগে থাকে, তাহলে তিনি দুঃখিত। সাধারণ মানুষের প্রতি তিনি আবেদন জানিয়েছিলেন যে আর কেউ যেন তার গানটি শেয়ারও না করেন।
তবে মূল গানটি মুছে দেওয়া হলেও ইউটিউবে খুঁজলেই গানটি এখনও পাওয়া যায়।