খাস খবর বাংলাদেশঃ ঢাকা মহানগর উত্তর, তুরাগ থানার কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সভাপতি বাউনিয়া একতা কল্যাণ সমিতি সাজেদুল ইসলাম ফেসবুক প্রচার মাধেমে লিখছেন, আমি ১৯৫২ দেখিনি, আমি দেখেছি হাবিব হাসান এর নেতৃত্বে উত্তরার রাজপথ কাপানো ১৯৯০ গণআন্দোলন। আমি ১৯৭১ দেখিনি, আমি দেখেছি হাবিব হাসান এর নেতৃত্বে উত্তরার রাজপথ কাপানো ১৯৮৬- ১৯৯০ এর স্বৈরশাসক শাসকের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে অপ্রতিরোধ্য সাহসী সম্মুখ যোদ্ধা কে।
আমি দেখেছি, ১৯৯৫-১৯৯৬ বিএনপি জামাত জোট সরকার বিরোধী আন্দোলন।
আমি দেখেছি ২০০১ থেকে ২০০৭/২০০৮ পর্যন্ত বিএনপি জামাত জোট সরকারের জেল-জুলুম-নির্যাতনে হাবিব হাসান কে ঢাকা-১৮ আসন সহ আশে পাশের আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মিদের বটবৃক্ষের মত ছায়া ও সহযোগিতা করতে।
ঢাকা ১৮ আসনের জনতার আস্থাও নিরন্তর ভালোবাসার নাম আপোষহীন নেতা আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
তাইতো তৃণমূল বলে-
ডাক দিয়েছে হাবিব ভাই
ঘরে থাকার সময় নাই।
একাটি আসলে আমার একার না।