March 28, 2023, 9:18 am
শিরোনামঃ
২০ বোতল ফেনসিডিলসহ ডিবির হাতে আটক হয়েছে বেলাল হোসেন মোহাম্মদপুরে প্রতিদিন ইফতার করাচ্ছেন ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আদাবর থানা আওয়ামী যুবলীগে শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন এম এ লতিফ সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ জাবেদ ইসলাম জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত নাঈমুল হাসান রাসেল উত্তাল মার্চের গনহত্যার স্বীকৃতি ও পাকিস্তান বাহিনীর বিচার বেলাবো-মনোহরদী আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন তুলি

দণ্ড মোকুবদের পলাতক দেখিয়ে ক্রাইম প্রতিবেদন, মাননীয় প্রধানমন্ত্রীকে যুক্ত করাই উদ্দেশ্য প্রণীত

Reporter Name
  • Update Time : Tuesday, March 2, 2021
  • 195 Time View

জনাব রবিউল আলমঃ কল্যাণ কর এই পৃথিবীতে, অকল্যাণের বার্তা বহন ও প্রচারের মাধ্যম ও আছে। আছে বলেই আল-জাজিরা সহ একাধিক মিডিয়া একাধিকবার প্রমান করে চলেছেন সঠিক তথ্য বিহীন সংবাদ ও প্রতিবেদন প্রকাশ করে। আনিস, হারিস,যোশেবরাই দণ্ড মোকুব পেয়েছে এমন নয়। দণ্ড মোকুব পেয়েছেন মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধির খুনিরাও। মইজুদ্দিনের খুনি আজম খান সহ অগুনিত খুনি রাজনৈতিক কারনে। মোস্তফা ও মোরশেদ হত্যার প্রকাশ্য আসামী ছিলেন না আনিস, হারিস। মোরসেদ হত্যা হয়েছিল কোটে। তৎকালীন রাজনৈতিক প্রতিহিংসা থেকে, প্রশাসনের অসহযোগিতা জোশেবকে আসামী হতে হয়েছে। সত্য প্রমানের অভাবে, প্রকৃত সাহ্মী হাজির করা যায় নাই রাজনৈতিক কারনে। আদালতে আসামী পহ্মের সাহ্মীর অভাব ছিলো। বাদি পহ্মের মিথ্যে সাহ্মী ছিলো সাজানো। নিরুপায় অন্ধ আইন মজিব আদর্শে বিশ্বাসী ছাত্রনেতা যোশেব, কমিশনার হারিস আহম্মেদ, আনিস আহম্মেদকে সাজা থেকে বাচানো যায় নাই। নেয়সংগত বিচার পাওয়ার জন্য প্রতি পদে পদে বাধা ছিল। মোস্তফাকে ব্যবসায়ী, মোরশেদকে ছাত্র বলে আল-জাজিরা সহ কুচক্রী মিডিয়া পরিচয় জাহির করছেন। এই তথাকথিত খুন হওয়ারা কত বড় সন্ত্রাসি ছিলো, মোহাম্মদপুরে দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত না থাকলে কল্পকাহিনি মনে হতো। সত্য বলেই বিশ্বাস করতে হতো। মোরশেদ বিএনপি-জামাতে অস্ত্রবাজ ক্যাডার ছিলো, একাধিক হত্যার মামলার আসামী। মোস্তফা ফ্রিডম পার্টির ক্যাডার পাগলা মিজানের ভাই। শেখ হাসিনার বাড়ীতে হামলার ও পরিকল্পনায় ছিলো বলেই মনে করি। হারিস-যোশেবের অপ্রতিরোদ্ধ রাজনীতিকে মোকাবেলা করতে না পেরে আমার মনে হয় নিজ দলের লোক হত্যা করেই মিথ্যে মামলার আসামী করা হয়,সত্য ও হতে পারে। পৃথিবীতে এমন ঘটনা শুধু আহম্মেদ পরিবারেই ঘটে নাই। বড় বড় দেশপ্রেমি পাকিস্তান ও বৃটিশ বিরোধী আন্দোলনের ঘটেছে খুধিরাম,কর্ণেল তাহের সহ অনেক কেই ফাসী নিতে হয়েছে। পৃথিবীর সব দেশেই সাধারন হ্মমার অধিনে সংশোধন হওয়ার সুযোগ দেওয়া হয়। এই সরকার আহম্মেদ পরিবারকে দয়া করেছে বলে আমি মনে করি না। ২০ বছর কারভোগের পর সাধারন হ্মমা তাদের অধিকারে মধ্যে পরে বলেই আমি মনে করি। আল-জাজিরা কী জান্তো না দণ্ড মোকুবের বিষয় ? পরবর্তি অপরাধ না হওয়া পর্যন্ত, আইনের অধিনে না আসা পর্যন্ত পলাতক, ফেরারী বলা যাবে না। আল-জাজিরা বলেছেন। বড় বড় লেখক লেখবেন, বিশ্লেষন করবেন অনেক বিষয়। আমি শুধু এই একটি ভুলের জন্যই প্রতিবেদন প্রশ্নবৃদ্ধ হয়েছে বলে মনে করি। আল-জাজিরাকে জবাবদিহিতায় আনার জন্য যথেষ্ট,প্রতিবেদন উদ্দেশ্য প্রনিত, স্বার্থ সংশ্লিষ্ট। দেশে দেশে আল-জাজিরা বিভ্রান্ত ছড়ানো বাহক বলে অনেকবার চিহ্নিত হয়েছে, নিষিদ্ধ হয়েছে, মিথ্যেবাদি মিডিয়ার স্বীকৃতি পেয়েছে, আমরা পুরুস্কৃত করতে পারি। আল-জাজিরার চেয়ে বড় মিথ্যেবাদি মিডিয়া এই পৃথিবীতে আবিস্কার করা যাবে না বলে। মজিব জন্মশতবার্ষিকীতে আল-জাজিরা এই মিথ্যে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশকে অনেক বড় হ্মতির হাত থেকে সতর্ক করেছেন। কী পরিমান দেশীয় ও আন্তর্জাতিক প্রতিপহ্ম ওত পেতে আছেন, অবহিত করেছেন, কিছু অপ-সাংবাদিকের মুখোশ উম্মুচন করেছেন। এখন সাবধানতা অবলম্বন করতে হবে, আগামীদিনের জন্য, আমরা তাদের হাতে অপপ্রচারের জন্য কোন অস্ত্র তুলে না দেই।বুঝতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক গুনের কথা নাই, গৃহহীনদের গৃহদান, উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি, ধর্মীয় অনুশাসন মসজিদ মন্দির। তাহাজুতের নামাজ, কোরআন তেলোয়াত, সততার বানী নাই এই প্রতিবেদনে। বুঝতে হবে উদ্দেশ্যপ্রনিত।

লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102