December 5, 2024, 11:12 am
শিরোনামঃ
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে মোহাম্মদপুরে বিক্ষোভ সবার জন্য উন্মুক্ত হলো ক্যাশ সার্ভার! বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব ভারতকে একচুলও ছাড় নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারঃ শেখ মো. সাজ্জাত আলী বাংলাদেশে চিরতরে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য প্রত্যাহারের আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর, ভারতের দুঃখ প্রকাশ বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে নেতাকর্মীদের ওপরঃ তারেক রহমান 

দক্ষিণাঞ্চলে আমন আবাদ: ফলন বাম্পার হওয়ার সম্ভাবনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Wednesday, November 13, 2024
  • 18 Time View

সাইফুল ইসলাম, বাউফল

দক্ষিণাঞ্চলে বিশেষ করে পটুয়াখালী জেলায় খরিপ-২ মৌসুমে আমন আবাদের লক্ষ্য মাত্রার চেয়ে জমিতে আমন আবাদ বেশী হয়েছে। এ বছর আমনের রোপার ক্ষেত দেখে কৃষকের মুখে হাসির অন্ত নাই। দুর্যোগ প্রতিকুলতা আবহওয়া বার বার ঝড়, অতিবৃষ্টি এবং বীজ সংকট কারনে আমন রোপা আশংকা দেখা দিলেও বর্তমানে চারদিকে তাকালে কৃষকের প্রান ঝুরে যায়। বারবার মনের আনন্দে কৃষক মাথায় গামছা হাতে কাচি নিয়ে জমির আইলে ঘুড়ছে। দিন গুণছে ধান কাটার অপেক্ষায়।
সরেজমিন বাউফল উপজেলার বিলবিলাস গ্রামে কৃষক ইউনুচ হাওলাদার সাথে কথা হয় প্রতিনিধির। এ বছর ২ একর জমি চাষাবাদ করেছে। বীজের সংকট কারনে খরচ বেশি হলে ও আশার হাল ছেড়ে দেয়নি তিনি। ইউনুচ বক্তব্য হচ্ছে, মুই কুষক। কৃষি পরিবার জন্ম নিয়েছে। জমি চাষাবাদ করে ফসল উৎপাদন করে খাদ্যের চাহিদা পূরন করাও এলাকার সেবা ও উন্নয়নের অংশিদার।

পটুয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি সূত্রে জানাগেছে,খরিপ-২ মৌসুমে জেলায় দুই লক্ষ ১’শ ২২ হেক্টর জমিতে আবাদের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল। এ লক্ষ্য মাত্রা ছাড়িয়ে দুই হাজার ৪’শ ৮৬ হেক্টর জমি আবাদ বেশী হয়েছে। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় উফশী ও স্থানীয় জাতের আবাদের লক্ষ্য মাত্রা ছিল ২৬,৫৯৫ হেক্টর। এ উপজেলায় ৫ হেক্টর আবাদ কম হলেও বাউফল উপজেলায় ৩৫,৮০০ হেক্টর আবাদের লক্ষ্য মাত্রার চেয়ে ৩০০ হেক্টর আবাদ বেশী হয়েছে। গলাচিপা উপজেলায় ৩৩,৪৮৯ হেক্টর লক্ষ্য মাত্রার চেয়ে ১১ হেক্টর কম আবাদ হয়েছে। কলাপাড়া উপজেলায় ৩৩,০২৮ হেক্টর আবাদের লক্ষ্য মাত্রার চেয়ে ১,৪৭২ হেক্টর বেশী আবাদ হয়েছে।দশমিনা উপজেলায় ১৮,৪৫০ হেক্টর লক্ষ্য মাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশী আবাদ হয়েছে। মির্জাগঞ্জে ১১,৫০ হেক্টর আবাদের লক্ষ্য মাত্রার জায়গায় ১০০ হেক্টর বেশী আবাদ হয়েছে। দুমকি উপজেলায় আবাদের লক্ষ্য মাত্রা ছিল ৬,৫৭০ হেক্টর, এখানে আবাদ হয়েছে ৬,৬৭০ হেক্টর জমি। রাঙ্গাবালী উপজেলায় আমন আবাদের লক্ষ্য মাত্রা ছিল ৩৫,১৪০ হেক্টর জমি। এ উপজেলায় আমন আবাদ হয়েছে ৩৫,৫০০ হেক্টর জমি।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক সূত্রে জানাগেছে, এ বছর পটুয়াখালীতে প্রতি হেক্টর জমিতে উফশী আমন ধানের উৎপাদন ধরা হয়ে ২.৭৮ মেঃ টন। স্থানীয় জাতের আমন প্রতি হেক্টরে উৎপাদন ধরা হয়েছে ১.৫ মেঃ টন। কোন ধরনের দুর্যোগ না হলে আমনের ফলন বাম্পার হওয়ার সম্ভাবনা বেশী রয়েছে।

বাউফল উপজেলা কৃষি অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, রোপা আমনের ক্ষেত অনেক ভাল দেখা যায়, দুর্যোগ প্রতিকুলতা আবহওয়া বার বার ঝড়, অতিবৃষ্টি এবং বীজ সংকট কারনে আমন রোপা আশংকা দেখা দিলে আমন রোপা ভাল দেখা যাচ্ছে। কোনো বৈরি আবহওয়া সমস্যা দেখা না দিলে আমন ধান লক্ষ্যমাত্রা অর্জিত হব্।ে

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102