ত্যাগী আওয়ামী পরিবারের সন্তানদের বঙ্গবন্ধু সৈনিক লীগে যোগদানের আহ্বান জানিয়েছেন শিরীন আহমেদ এম.পি তিনি ফেইসবুক ভেরিফিকেশন অফিসিয়াল পেইজে ২৩ অক্টোবর শুক্রবার এ আহবান জানান যা হুবহু নিম্নে তুলে ধরা হইল।
ত্যাগী আওয়ামী পরিবারের সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানগণ, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে নির্যাতিত-নিপীড়িত এবং এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে জননেত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলনে যাঁরা ছিলেন সামনের কাতারে, তাঁদের অনেকের বিভিন্ন কারণে ঠাঁই হয়নি বাংলাদেশ আওয়ামী লীগ (Bangladesh Awami League) -এর ভ্রাতৃপ্রতিম বা সহযোগী সংগঠনসমূহের কমিটিতে।
তাদের ত্যাগের মর্ম অনুধাবন করতে পারে বলিষ্ঠ ও ত্যাগী রাজনৈতিক সংগঠক, বঙ্গবন্ধুর অতীব স্নেহধন্য ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (রাজনৈতিক), মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক লিয়াজোঁ কর্মকর্তা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ বজলুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ।
তাদের এবং তাদের পরিবারের অবদান ও ত্যাগ কে সম্মান জানিয়ে তাদের কে বঙ্গবন্ধু সৈনিক লীগে যোগদানের উদাত্ব আহ্বান জানাচ্ছি।
বঙ্গবন্ধু সৈনিক লীগে কাজ করে হয়তো অর্থবিত্ত বা প্রভাব-প্রতিপত্তি অর্জন করা যায় না, তবে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার মানুষ’ হিসেবে নিজেকে তৈরি করার একটি সুযোগ অবশ্যই পাওয়া যায়।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।
আন্তরিক আহ্বানে,
শিরীন আহমেদ এম.পি
Sherin Ahmed M.P.
ভারপ্রাপ্ত সভাপতি,
বঙ্গবন্ধু সৈনিক লীগ।
আহ্বায়ক,
১ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি।
Bangabandhu Soinik League – BBSL