July 9, 2025, 7:44 am
শিরোনামঃ
জিএম কাদেরের বিরুদ্ধে জাপার বহিষ্কৃত নেতাদের সংবাদ সম্মেলন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মোহাম্মদপুরে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ আগামীকাল (৯ জুলাই) মশিউর রহমান যাদু মিয়ার ১০১তম জন্মবার্ষিকী পরীক্ষার্থীদের মাঝে হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার বিশুদ্ধ খাবার পানি বিতরণ মানিকগঞ্জ-২ আসনে মানুষের আশা-ভরসার প্রতীক: আবিদুর রহমান খান (রোমান) পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী মোহাম্মদপুরে দোয়া ও মিলাদ মাহফিল যুবদল নেতা জাহিদ মোড়লের বহিষ্কার ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ নেতাকর্মীরা ‘ভারতকে ধমক দিয়ে কথা বলার সাহস রাখে শুধু বিএনপি’: বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সিরিয়া ও বাংলাদেশে ‘আইএস তহবিলে অর্থ পাঠাত’ গ্রেপ্তার বাংলাদেশিরা: মালয়েশিয়া পুলিশ

তেলের দাম বাড়লো কেনো,বিদ্যুৎ পানি পাইনা কেনো? অনেক প্রশ্নের উত্তর নাই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Sunday, August 7, 2022
  • 200 Time View

ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বিশ্ব টালমাটাল, এই বিষয় সবারই জানা। বাংলাদেশকে শ্রীলঙ্কা বানানোর জন্য অনেকেই উৎপেতে আছেন। অপেক্ষা করছেন ক্ষমতার জন্য। বিশ্বের এই কঠিন সময় অনেকে ঘরে আগুন দিয়ে আলু পোড়া খেতে চান। সাধারন মানুষের কষ্ট অনুধাবণ করতে চান না। আজ কদিন হলো রায়ের বাজার এলাকায় পানির অভাবে মানুষের নাভিশ্বাস, অনেকটা বিদ্যুৎতের অভাবে। আমি মনে করি বাংলাদেশের অনেক স্থানেই এই সমস্যা সৃষ্টি হয়েছে। তাইওয়ান চীনের আক্রমণত্ব ভাবভঙ্গি পিলে চমকানো অবস্থা। একশো চল্লিশ কোটি টাকা প্রতিদিন ভর্তুকী দিয়ে তেলের প্রয়োজন কতদিন মিটাতে পারবেন সরকার ? তার উপরে ভারতে তেল পাচার কতদিন বন্ধ রাখতে পারবেন ? তেল আমদানি কারক দেশগুলো চাইতে এখনো বাংলাদেশে তেলের দাম কম। তারপরেও আমি এক লাফে এতোটা তেলের দাম বাড়ানো পক্ষে মত দিতে পারছি না। তবে এ কথাও অস্বীকার করতে পারছি না, মানুষের প্রয়োজন মিটানোর দায়ীত্ব সরকারের, দাম যতই হউক, বাজারের পণ্য সংকট জনগণ সইতে পারবে না। ভাবতে হয়, দেশ নিয়ে যখন লেখতে হয়। যারা বাংলাদেশকে শ্রীলঙ্কা দেখতে চায়, তাদের কাছে জাতি কি আশা করতে পারে, কোন প্রশ্নের উত্তর দিতে পারবে ? ভারত পাকিস্তান, ভুটান নেপাল, শ্রীলঙ্কা সহ বিশ্বে কি কোনো জনগণ বাস করে না, তাদের কি জীবন মান নিয়ে ভাবতে হয় না ? তেলের দামের জন্য যারা জনগণকে সুড়সুড়ি দিচ্ছেন নিজের স্বার্থ হাসিলের জন্য, তারা কি জনগণের প্রয়োজন মিটাতে পারবেন ? না-কি ঘরে আগুন দিয়ে আলু পোড়া খাওয়ানো ব্যবস্থা করবেন ? তেলের দামের জন্য আমার কষ্ট লেখে সমাধান করা যাবে না। দেশের জনগণের জন্য পানি, জ্বালানির অভাব পুরণ করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সাথে সাম্যস্ব রেখে বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে শ্রীলঙ্কা হওয়া থেকে বিরত রাখতে পারে, তবে তা-ই হউক। বুদ্ধিমান জনগণ কিছুদিনের জন্য কিছুটা অভাব সইয়ে নিবে। অসভ্যরা জ্বালাও পোড়াওয়ের সাথে নিজেরা জ্বলেপুড়ে মরবে,শ্রীলঙ্কা বানাতে না পেরে।

লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের চলতি দায়িত্ব প্রাপ্ত সভাপতি জনাব রবিউল আলম।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102