খাস খবর বাংলাদেশ ডেস্কঃ রাজধানী তুরাগ থানা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম ও ৫২ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে কৃষক লীগের নব নির্বাচিত আহালিয়া ইউনিট কমিটির সদস্যরা।
গতকাল ৯ অক্টোবর ২০২০ রোজ শুক্রবার তুরাগ থানা কৃষক লীগের বাউনিয়া অফিসে কৃষক লীগের আহালিয়া ইউনিট কমিটির নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।
এসময় তুরাগ থানা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাজেদুল ইসলাম বলেন, সম্প্রতি ঢাকা মহানগর উত্তরের নব গঠিত ৫২.৫৩ ও ৫৪ নং ওয়ার্ডগুলোতে কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলনে পর ওয়ার্ড সহ ওয়ার্ড ভিত্তিক ইউনিট কমিটি ঘোষণা করা হয়েছে। তুরাগ থানা কৃষক লীগ মনে করে এই কমিটিগুলোর নেতৃত্বে আসা নির্বাচিতরা আগামী দিনগুলোতে তুরাগ থানা কৃষক লীগকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলবে। এবং সংগঠনের সকল কার্যক্রম বেগবান করার পাশাপাশি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন তুরাগ থানা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম দোলন,তুরাগ থানার ৫২ নং ওয়ার্ড আহালিয়া কৃষক লীগের ইউনিট কমিটির সভাপতি মোঃ মিজান ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন অভিরুল। আরো উপস্থিত ছিলেন কৃষক লীগ আহালিয়া ইউনিট কমিটির প্রচার সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনি, দপ্তর সম্পাদক শান্ত,সহ সভাপতি লিমন,যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবসহ অন্যান্যরা।
পরে তুরাগ থানা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম কৃষক লীগের আহালিয়া ইউনিট কমিটির নির্বাচিতদের মাঝে মিষ্টি বিতরণ করেন।