খাস খবর বাংলাদেশঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ- সিলেট সংরক্ষিত আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।
২৭ নভেম্বর ২০২০ রোজ শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলার সদর পূর্ব বাজারে উপজেলা কৃষক লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের আহবায়ক জিল্লুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন।
সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন কৃষক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক মো: জহির উদ্দিন লিমন, কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল হক, সুনামগঞ্জ জেলা কৃষকলীগ আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া।
সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষকলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক খসরু ওয়াহিদ চৌধুরী।
সভা শেষে তাহিরপুর উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়।