আবিদ আহানাফ কনক, নিজস্ব প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা কোটচাঁদপুর উপজেলা বিএনপির মতবিনিময় সভা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হস্তক্ষেপ কামনা নেতৃবৃন্দদের।কিন্তু কেনো হয়তো আপনি নিজেও অবগত।
কোটচাঁদপুর উপজেল বিএনপির কার্যালয়ে অদ্য ২১/০৯/২০২০ ইং তারিখে এক জরুরী মতবিনিময় সভা কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বলুহর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক কুশনা চেয়ারম্যান গোলাম ফারুখ, বলুহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা আলমগীর হোসেন খাঁন , মনিরুল ইসলাম মন্টু, বিএনপি নেতা বজলুর রহমান, কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি কামরুজ্জামান সিদ্দিক, বিএনপি নেতা আবুল হোসেন বাবু, আজমল হোসেন, নাজিম উদ্দিন, তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশাদুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা মিজানুর রহমান মজনু, যুবদল নেতা মানোয়ার হোসেন আল-আমিন, রকিব হাসান রিকন, ছাত্রদল নেতা হুমায়ুন কবির ভূঁইয়া হিরা, কোটচাঁদপুর উপজেলা শ্রমিকদল আহবায়ক হাফিজুর রহমান খোকন, শ্রমিকদল সদস্যসচিব আব্দুর রহমান শিমুল, উপজেলা মৎসজীবি দলের আহবায়ক শরিফুল ইসলাম, সদস্যসচিব আজিম হোসেন, সিনিয়র যুগ্ন-আহবায়ক আতিয়ার রহমান, বিএনপি নেতা আইচ উদ্দিন (মেম্বর) বিএনপি নেতা বজুলুর রহমান (মেম্বর), আব্দুল মজিদ (মেম্বর), মোশারফ হোসেন, যুবদল নেতা কামাল হোসেন সহ বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় কোটচাঁদপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করার জন্য জেলা বিএনপির উদ্দেশ্যে আহবান জানানো হয়।
ইতোপূর্বে জেলা বিএনপি কর্তৃক ৪১ সদস্য বিশিষ্ঠ কমিটি ফেসবুকে পক্ষপাতীত্ব করে একতরফা এবং দির্ঘদিনের নির্যাতীত নেতা কর্মিদের বাদ দিয়ে কমিটি ঘোষনা করা হলে গত ১১/০৩/২০২০ তারিখে একযোগে চার জন যুগ্ন-আহবায়ক সহ সর্বমোট ১৫ জন পদত্যাগ করে, আগামীদিনের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মন্জু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ড, কেন্দ্রীয় বিএনপির দপ্তর, ঝিনাইদহ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির আহবায়ক, সদস্যসচিব বরাবর পদত্যাগ পত্র জমা দিয়ে, দির্ঘদিনের নির্যাতিত এবং ত্যাগী সৎ কর্মিবান্ধব ননেতাকর্মী নিয়ে কমিটি ঘোষনা করার ব্যাবস্থা গ্রহনের জন্য দাবী জানানো হয়। পরবর্তী সময়ে সারাবিশ্বে করোনা ভাইরাস জনিত কারনে দির্ঘদিন রাজনৈতিক কর্মকান্ড বন্ধ ঘোষনা করা হলে বিষয়টি নিয়ে আর কোনো পদক্ষেপ গ্রহন করেননি। রাজনৈতিক কর্মকান্ড শুরু হওয়ার প্রেক্ষিতে অদ্য সভা থেকে পুনরায় উপরোক্ত বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীদিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হস্তক্ষেপ গ্রহন কামনা করা হয়।