তামিম-রিয়াদ কে বাদ দিয়ে বিশ্বকাপ দল, নির্বাচক কোচ,অধিনায়কে বরক্ষাস্ত করুন
রিপোর্টারের নাম
আপডেট সময় :
Sunday, October 29, 2023
91 Time View
জনতার দাবীতে রিয়াদের অংশগ্রহণ প্রমান করেছে, জনতাই বড় নির্বাচক। হাথুরাসিংহ এর হাতুর নাই। নির্বাচকদের মেধা নাই, অধিনায়ক সাকিব আল হাসানের আপনি মোড়লের জন্য বিশ্বকাপের স্বপ্ন ধুলিশ্বাস। অহংকার পতনের মুল, সাকিব প্রমান করলেন, অধিনায়কের উপযুক্ত নয়। সাকিব বিশ্ব সেরা খেলোয়াড়, বিশ্ব সেরা অহংকার ও অর্জন করেছেন।খেলাটা শুধু নিজের জন্য, দলের বিপদে দেশ ও জাতির জন্য সাকিবকে খেলতে দেখি না। সাউথ আফ্রিকা বিরুদ্ধে সেঞ্চুরি করার মাধ্যমে রিয়াদ প্রমান করেছেন, বিশ্ব ক্রিকেটের নিরব কীলার মোহাম্মদুল্লাহ রিয়াদ।তামিমের অভিজ্ঞতা যুক্ত হলে লজ্জাজনক পরাজয় বাঙালি জাতির পাওনা ছিলো না। শুরুটা মোটামুটি, একসময় মনে হয়েছে, আমরা তিনশ রানে পরাজিত হতে চলেছি। মোহামদুল্লাহ রিয়াদের সেঞ্চুরি সেই লজ্জা থেকে রক্ষা করেছে। রিয়াদের সেঞ্চুরি জাতির শান্তনা। বাংলাদেশ টিমের ঐক্য বিনষ্টের কারণ সাকিব, হাথুরা, নান্নুর অতিরিক্ত আত্নবিশ্বাসকে দায়ী করতে হবে।
বাংলাদেশ ক্রিকেট সাকিব, হাথুরা ছাড়া বিশ্বের যে-কোন দেশকে পরাজিত করার সক্ষমতা অর্জন করেছে, মাশরাফি মুর্তুজার নেতৃত্ব বাঙালি জাতির অহংকার।
নেতৃত্বহীনতার বদনাম ঘুচাতে ডেলে সাজাতে হবে, বাংলাদেশ ক্রিকেট টিম। বিশ্বকাপের পরে হবে কাংখিত খেলা, রিয়াদ, মুসফিক,তামিমের নেতৃত্বে। বোলিং কোচ এলেন ডোল্ডেনাকে হেড কোচের দায়ীত্ব দেওয়া হলে।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব, রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের চলতি দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও খাস খবর বাংলাদেশ পত্রিকার সম্মানিত উপদেষ্টা মন্ডলী জনাব রবিউল আলম।