মোঃ ইব্রাহিম হোসেনঃ নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা-১৮ আসনে দ্বিতীয় বারের মতো নৌকার মনোনয়ন পেয়ে আবারও নৌকার মাঝি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপিকে অভিনন্দন জানিয়েছে ঢাকা মহানগর উত্তর তুরাগ থানার ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সমাপ্ত ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও রাজধানী তুরাগ থানার বাউনিয়া আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য, রাজপথের লড়াকু সৈনিক, কর্মীবান্ধব নেতা, সাজেদুল ইসলাম।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে নৌকার মাঝি কে হবে এই নিয়ে চলছিল নানান জল্পনা-কল্পনা। তফসিল ঘোষণার পর সরকার দলীয় বেশ কয়েকজন নেতা নৌকার মাঝি হওয়ার স্বপ্ন নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরিশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও নৌকার মাঝি হওয়ার খবর ছড়িয়ে পড়ায় তৃণমূল আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ফিরে আসে প্রানের স্বস্তি। এতে পুরো ঢাকা-১৮ আসনে জুড়ে চলছে নেতা কর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ।
সাজেদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি সকল ভেদাভেদ ভূলে সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে ঢাকা-১৮ মাটি ও গণমানুষের প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানকে পুনরায় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়ে ঢাকা-১৮ আসনের অবকাঠামো উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রিয় ঢাকা-১৮ বাসীদেরকে।